নেত্রকোনার কলমাকান্দায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করার পর প্রেমিক মাহবুব আলমের (২৫) বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করেছে তরুণী। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ে না করায় শনিবার সন্ধ্যায় বিয়ের দাবিতে মাহবুবের কলমাকান্দা সদরের চাঁনপুর বাসায় গিয়ে অবস্থান করে ওই তরুণী।
এরপর খবর পেয়ে রবিবার সকালে কলমাকান্দা থানার পুলিশ তাকে উদ্ধার করে। এ ঘটনায় রবিবার বিকালে তরুণী নিজেই বাদী হয়ে প্রেমিক মাহবুবের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযুক্ত মাহবুব উপজেলার খারনৈ ইউনিয়নের গৌরীপুর গ্রামের মৃত-হেলিম মিয়ার ছেলে।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি আবুল কালাম (পিপিএম) বলেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করার অভিযোগে ওই তরুণী বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করেছেন। মাহবুব দেশের বাইরে থেকে এসেছে। তরুণীর বয়স ২০ অথবা ২২ হবে। তিনি ডিগ্রিতে পড়েন বলেও জানায়। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।