নেত্রকোনার মদনে বরযাত্রা যাবে এমন সময় এক সন্তানের জননী এসে হাজির পাপ্পু মিয়ার (২২) বাড়িতে। ওই নারীর দাবি পাপ্পু তার প্রেমিক। তাকে বিয়ে করার প্রস্তাব দিলে সেটি গ্রহণ না করায় নিজের পেটে ছুরি চালান মনি আক্তার (২৫) নামের ওই নারী। এ সময় বরবেশে থাকা পাপ্পু শ্বশুর বাড়ি যাওয়ার বদলে নিজ বাড়ি ছেড়েই পালিয়ে যান।
এদিকে স্থানীয়রা মনিকে উদ্ধার করে প্রথমে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় হতভম্ব বাড়ি ভর্তি পাপ্পুর স্বজনসহ এলাকাবাসী। এমন ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বিকালে নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের বাঁশরি কান্দাপাড়া গ্রামের নজরুল ইসলামের বাড়িতে।
মদন থানার ওসি তাওহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই নারীর একটি ছেলে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় শুক্রবার পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।