প্রেমের ঘটনাকে কেন্দ্র করে প্রেমিকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়নের আয়নারগোপ গ্রামে। নিহত মধু চন্দ্র দাস (৫৫) আয়নারগোপ গ্রামের মৃত উপেন্দ্র চন্দ্র দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মধু চন্দ্র দাসের ছেলে সবুজ চন্দ্র দাসের (২৫) সঙ্গে প্রতিবেশি আক্তার হোসেনের স্ত্রী দুই সন্তানের জননী কল্পনা আক্তারের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এর জের ধরে কল্পনা আক্তারের আত্মীয় স্বজন শনিবার বিকাল ৩টার দিকে সবুজের বাড়িতে গিয়ে তার বাবা মধু চন্দ্র দাসকে কিল ঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করে। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুর্শেদ জামান জানান, কল্পনা আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে তার আত্মীয়-স্বজন শারীরিক প্রতিবন্ধী মধু চন্দ্র দাসকে কিল ঘুষি ও লাথি মেরে আহত করে। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।