প্রেমিকের পোশাকে বিমানবন্দরে রাশমিকা? (ভিডিও)

0

বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা, ভারতের দক্ষিণী সিনেমা জগতের চর্চিত যুগল। দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে বলিউড, সর্বত্রই চর্চিত তাদের প্রেমের খবর। জনসমক্ষে কখনও নিজেদের সম্পর্ক নিয়ে মুখ না খুললেও প্রায় ‘ওপেন সিক্রেট’ হয়ে দাঁড়িয়েছিল তাদের সম্পর্ক। করন জোহরের কফি কাউচ থেকে মালদ্বীপের রিসোর্ট— নিজেদের প্রেমের রঙে ভরিয়েছেন এই যুগল। এমনকি, একাধিকবার একে অপরের পরিবারের সঙ্গেও সময় কাটিয়েছেন।

অনুরাগীদের অন্যতম প্রিয় জুটি তারা। একাধিকবার তাদের বিচ্ছেদের জল্পনা মাথাচাড়া দিলেও ঘনিষ্ঠ সূত্রের খবর, একে অপরের সঙ্গে খুব ভাল আছেন তারা। সম্প্রতি সেই প্রমাণ মিলল আরও একবার। বিমানবন্দরে চর্চিত প্রেমিকের পোশাকে দেখা গেল রাশমিকাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় সেই ছবি ও ভিডিও ভাইরাল হতেই রাশমিকার পরনের ওই শার্ট দেখেই উৎসাহ বেড়ে যায় অনুরাগীদের। এ তো বিজয় দেবেরাকোন্ডার শার্ট। এই শার্টেই দিন কয়েক আগেও দেখা মিলেছিল অভিনেতার। চর্চিত প্রেমিকের পোশাক পরেই কি তবে বিমানবন্দরে এসে উপস্থিত হয়েছেন রাশমিকা? 

জনসমক্ষে নিজেদের সম্পর্ক নিয়ে কথা না বললেও পরোক্ষভাবেই কি সেই জল্পনা উস্কে দিলেন নায়িকা? কৌতূহল চর্চিত জুটির অনুরাগীদের।

চলতি বছরের প্রথম দিকেই দুবাইয়ে একসঙ্গে দেখা গিয়েছিল বিজয় ও রাশমিকাকে। সেখানে উপস্থিত ছিলেন বিজয়ের পরিবারের সদস্যরাও। জানা যায়,  নিজের জন্মদিনও বিজয়ের বাড়িতেই নাকি উদযাপন করেছিলেন ‘পুষ্পা: দ্য রাইজ’ খ্যাত অভিনেত্রী। মাসখানেক আগে বন্ধুবান্ধবের সঙ্গে একটি ক্যাফেতেও দেখা যায় চর্চিত এই যুগলকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here