মৃত্যুর আগে প্রেমিকা মারতা ফাসিনাকে ১০০ মিলিয়ন বা ১০ কোটি ইউরোর সম্পদ দিয়ে গেছেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি। বাংলাদেশের মুদ্রার যে সম্পদের পরিমাণ প্রায় ১২শ’ কোটি টাকা।
মৃত্যুর আগে উত্তরাধিকারদের মধ্যে সম্পদ ভাগ করে দিয়ে যান বারলুসকোনি। তার মোট সম্পদের পরিমাণ ৬০০ কোটি ইউরোর বেশি। যা বাংলাদেশি মুদ্রায় ৭০ হাজার কোটি টাকার বেশি। সেই হিসেবে মারতাকে দেওয়া অর্থ আহামরি কিছু নয় অবশ্য।
২০১৮ সালে সে দেশে সাধারণ নির্বাচনে র সময় থেকেই ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্য মার্তা। ১৯৯৪ সালে রাজনীতিতে পা রেখেছিলেন বারলুসকোনি। তৈরি করেন তার দল ‘ফোর্জা ইতালিয়া’। নিজের পরিবারের সদস্যদেরও প্রাপ্য সম্পদ ভাগ করে দিয়েছেন তিনি। ভাই পাওলোর জন্য রেখেছেন ৯০৫ কোটি টাকা। তার ব্যবসার দায়িত্বভার দুই সন্তান মারিনা এবং পিয়ার সিলভিয়োর কাঁধে তুলে দিয়েছেন।
বারলুসকোনির জন্ম ১৯৩৬ সালে মিলানে। ভ্যাকুয়াম ক্লিনার বিক্রির মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু হয়। তিনি ইতালির বৃহত্তম গণমাধ্যম কোম্পানির প্রতিষ্ঠাতা। পরে ইতালির রাজনীতিতে যোগ দিয়ে অত্যন্ত প্রভাবশালী নেতায় পরিণত হন এবং পরে দেশটির প্রধানমন্ত্রী হন।
সূত্র: গার্ডিয়ান