প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’

0
প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’

রাজনৈতিক আলাপের ‘ট্যাবু’ ভাঙার গল্পে নির্মিত সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সের পাঁচটি শাখায় দেখা যাচ্ছে সিনেমাটি। সিনেমার পরিচালক সংগীতশিল্পী আহমেদ হাসান সানি। 

তিনি জানিয়েছেন, সিনেমাটি স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখা, ধানমন্ডির সীমান্ত সম্ভার, মিরপুরের সনি স্কয়ার, উত্তরার সেন্টার পয়েন্ট ও চট্টগ্রামের বালি আর্কিডে সিনেমাটির ১৪টি শো চলবে।

এর আগে এই সংগীতশিল্পী নির্মাণ করেছেন বেশকিছু বিজ্ঞাপনচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এটি নির্মাতার প্রথম সিনেমা। ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ সিনেমার পটভূমি চব্বিশের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থান নিয়ে। তবে এর মধ্য দিয়ে বাংলাদেশের বিভিন্ন সময়ের ইতিহাসও তুলে ধরা হয়েছে।

গেল বছরের আগস্টে সিনেমাটি সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পায়। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। আরও আছেন আজাদ আবুল কালাম, তানভীর অপূর্ব, এ কে আজাদ সেতু, কেয়া আলমসহ অনেকে। সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন খালিদ মাহমুদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here