প্রিয়াঙ্কা চোপড়ার বোনের সঙ্গে এ কেমন আচরণ, বিতর্কে পরিচালক

0

বলিউডের অন্যতম নায়িকা প্রিয়াঙ্কা চোপড়ার চাচাতো বোন মান্নারা চোপড়া। তাকে দক্ষিণী ছবিতেই বেশি দেখা যায়। মুক্তি পেতে চলেছে মান্নারা অভিনীত রবি কুমারের নতুন দক্ষিণী ছবি থিরাগাবাদারা সামি। সেই ছবির প্রচারে এসে হঠাৎই মান্নারার গালে চুমু খেয়ে ফেললেন পরিচালক।

জানা গেছে, আয়োজনটিতে উপস্থিত ছিলেন অসংখ্য মানুষ, সংবাদমাধ্যম ও ইন্ডাস্ট্রির সহকর্মীরা। আর সেই অনুষ্ঠানে ভরা মজলিসেই ঘটে গেল এই কাণ্ড! অনুষ্ঠানে যেন পরিচালক একটু বেশিই আবেগপ্রবণ হয়ে পড়েন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এ ঘটনার ভিডিও ভাইরাল হতেই মন্তব্যের ঘরে আসতে থাকে কটাক্ষ। 

উল্লেখ্য, মান্নারা ইতোমধ্যে কয়েকটি হিন্দি, তেলেগু ও তামিল সিনেমায় কাজ করেছেন। আর পরিচালক রবি কুমারের এই তেলেগু সিনেমা ‘তিরাগাবাদারা সামি’ শিগগিরই মুক্তি পাবে। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন মান্নারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here