প্রিয়াঙ্কার ভাইয়ের ‘বিয়েতে না গিয়ে প্রতিশোধ’, ইঙ্গিতপূর্ণ পোস্ট পরিণীতির

0

২০২৩ সালের সেপ্টেম্বর মাসে চাচাতো বোন পরিণীতি চোপড়ার বিয়েতে উপস্থিত হতে দেখা যায়নি প্রিয়াঙ্কা চোপড়াকে। যা নিয়ে ব্যাপক চর্চা হয়! তখন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া জানিয়েছিলেন, ‌‘মেয়ে-জামাই কাজে ব্যস্ত, তাই আসতে পারেনি।’

জানা যায়, তখন নিক জোনাসের কনসার্ট ট্যুর থাকলেও বিয়ের দিন কোনও অনুষ্ঠানই ছিল না। তারপরও 
তাদের সেদিন পরিণীতির বিয়ের অনুষ্ঠানে দেখা যায়নি। এদিকে প্রিয়াঙ্কার ভাই সিদ্ধার্থের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেলেও দেখা পাওয়া গেল না পরিণীতি চোপড়া কিংবা জামাই রাঘব চাড্ডাকে।

ভাই সিদ্ধার্থের বিয়েতে শ্বশুর-শাশুড়ি, স্বামীকে নিয়ে যখন ব্যস্ত প্রিয়াঙ্কা, তখন দূর থেকেই ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন পরিণীতি। লিখেছেন, ‌‘আমাদের হাতে অতিরিক্ত সময় নেই। তাই যারা তোমাকে বেছে নেবে, তাদেরই বেছে নাও, আর বাকিদের তাদের মতো থাকতে দাও।’

এমন পোস্টেই চোপড়া সিস্টার্স-এর দ্বন্দ্বের গন্ধ পেয়েছে নেটপাড়ার একাংশ। কারণ, পরিণীতির বিয়েতে নিক-প্রিয়াঙ্কা না এলেও আম্বানিদের ছোটছেলের বিয়েতে এসে নেচে-গেয়ে মজা করেছিলেন। সেই ছবিও ভাইরাল হয়েছিল নেটপাড়ায়। সূত্র : সংবাদ প্রতিদিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here