রবিবার ছিল বিশ্ব মা দিবস। এমনিতেই এই বিশেষ দিনটি উদযাপন করতে পিছিয়ে থাকেন না তারকারা। এ দিন মায়ের সঙ্গে কিংবা নিজেদের সন্তানদের সঙ্গে ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন তারা। তার মধ্যেই বিরাট একটা কাণ্ড ঘটিয়ে বসলেন সাবেক বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া।
মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসের বদলে অন্য এক কন্যা শিশুর ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা লেখেন, ‘এই সেই সুন্দরী, যে আমাকে মাতৃত্বের স্বাদ দিয়েছে।’ পরে অবশ্য সেই পোস্ট মুছে ফেলেন প্রিয়াঙ্কা। কিন্তু এমন অঘটন ঘটল কী ভাবে?
জন্মের প্রথম বছর ক্যামেরার সামনে তাকে আনেননি প্রিয়াঙ্কা এবং তার স্বামী নিক। তবে এখন আর সেই আগল নেই। প্রায় দিনই মেয়ের সঙ্গে নানা খুনসুটির মুহূর্তের ছবি পোস্ট করেন প্রিয়ঙ্কা।
এ বার মাতৃদিবসে মেয়ে মালতীর বদলে অন্য এক শিশুকন্যার ছবি দিয়ে ফেলেন প্রিয়াঙ্কা! অনেকেরই ধারণা ছবিটি প্রিয়াঙ্কার ভাসুর জো জোনাসের মেয়ের ছবি। কিন্তু হঠাৎ কেন ভাসুরের মেয়ের ছবি দিতে গেলেন মাতৃদিবসে? তা নিয়ে এর মধ্যেই শুরু হয়েছে জলঘোলা। অনেকেরই ধারণা হয়তো অভিনেত্রীর ইনস্টাগ্রামে ভুলবশত তার টিম থেকে এই পোস্ট হয়ে যায়। কেউ বলেছেন, ‘‘সবার আগে পোস্ট করার তাড়ার চোটে এটি হয়েছে।’’কেউ লিখেছেন, এই কারণে অভিনেত্রী নিশ্চয়ই তার জনসংযোগ কর্মকর্তাদের চাকরি থেকে বরাখস্ত করবেন।’’