যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে নিজের অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা দেখলেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। দর্শকরা যেমন সিনেমাটি দেখে আপ্লুত হয়েছেন, তেমনি নিজের অভিনয় দেখে তিনি নিজেও আপ্লুত হয়েছেন। সিনেমা শেষে চোখে জল চলে আসে তার।
এমনটাই জানালেন, সিনেমার নির্মাতা হিমেল আশরাফ। এক ফেসবুকে পোস্টে পরিচালক হিমেল আশরাফ লেখেন, কোনও এক অদ্ভুত কারণে উনি (শাকিব) আমার ওপর আস্থা পেতেন। প্রায়ই বলতেন, ‘তুই একদিন বড় ডিরেক্টর হবি হিমেল’। আমি আজও জানি না, তিনি আসলে কেন বলতেন এই কথা। শুধু আমাকে না, আমার অনুপস্থিতিতেও তিনি খুবই কনফিডেন্সের সঙ্গে বলতেন, ‘হিমেল ভালো বানাবে’। তার কথা শুনে মানুষ মুচকি হাসতো।
জানা গেছে, গতকাল মঙ্গলবার সিনেমাটি দেখেছেন তারা। এ সময় শাকিবের পাশে বসেছিলেন অভিনেত্রী নওশীন, অভিনেতা হিল্লোল, নির্মাতা হিমেল আশরাফসহ অনেকে। যারা প্রত্যেকেই এখন যুক্তরাষ্ট্র প্রবাসী। শুধু সিনেমা দেখাতেই সীমাবদ্ধ থাকলেন না, বরং দেখা শেষে উচ্ছ্বসিত দর্শকের আবদারও মিটিয়েছেন শাকিব। তাদের সঙ্গে ছবি তুলেছেন, ভিডিওবন্দী হয়েছেন হাসিমুখে।