প্রিমিয়ার লিগে দ্রুততম ১০০ গোলের রেকর্ড হ্যালান্ডের

0
প্রিমিয়ার লিগে দ্রুততম ১০০ গোলের রেকর্ড হ্যালান্ডের

ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মাইলফলকে ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হ্যালান্ড। মাত্র ১১১ ম্যাচে লিগে ১০০ গোল পূর্ণ করে দ্রুততম সেঞ্চুরিয়ান হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করে হ্যালান্ড প্রমাণ করলেন এই যুগের সেরা স্ট্রাইকারদের মধ্যে তিনি অন্যতম। 

মঙ্গলবার রাতে ফুলহামের বিপক্ষে সিটির উত্তেজনাপূর্ণ ম্যাচে হ্যালান্ড দলকে গুরুত্বপূর্ণ গোল উপহার দেন। সেই গোলেই লেখা হয় নতুন ইতিহাস। এর আগে এই রেকর্ড ছিল অ্যালান শিয়ারের, যিনি ১২৪ ম্যাচে ১০০ গোল করেছিলেন। হ্যালান্ড সেই রেকর্ড ভেঙেছেন ১৩ ম্যাচ কম খেলে।

হ্যালান্ডের আগেই ৫০ গোল, ৬০ গোল ও ৮০ গোলের রেকর্ডও ছিল দ্রুততম হওয়ার। ইংলিশ লিগে দুর্দান্ত ধারাবাহিকতা তাকে আলাদা উচ্চতায় নিয়ে গেছে। চলতি মৌসুমেও তিনি দারুণ ফর্মে আছেন, ইতোমধ্যে লিগের গোলস্কোরারদের তালিকায় শীর্ষে অবস্থান করছেন হ্যালান্ড।

প্রসঙ্গত, ২০২২ সালে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে ম্যান সিটিতে নাম লেখান হ্যালান্ড। প্রথম মৌসুমে করেন ৩৫ ম্যাচে ৩৬ গোল— যা প্রিমিয়ার লিগের কোনো মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড। পরের মৌসুমেও তিনি জেতেন গোল্ডেন বুট, ৩১ ম্যাচে ২৭ গোল করে। গত মৌসুমে অবশ্য সেই ধারা বজায় থাকেনি। ৩১ ম্যাচ খেলে ২২ গোল করে ছিলেন তৃতীয় স্থানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here