প্রিমিয়াম আইটেল এস ২৩+ এখন দেশের বাজারে

0

আইটেল উন্মোচন করলো তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন, আইটেল এস ২৩+। চমৎকার মূল্যে অ্যাডভান্সড টেকনোলজি এবং ইনোভেটিভ ফিচারের আইটেল এস ২৩+ স্মার্টফোন বাজারে বিপ্লব ঘটাতে প্রস্তুত।

আইটেল এস ২৩+ এসেছে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড কার্ভড স্ক্রিনের সাথে, যা ৫৯-ডিগ্রি কার্ভড। ৯৩% আল্ট্রা-হাই স্ক্রিন-টু-বডি রেশিও সহ কার্ভড ডিসপ্লেটি কন্টেন্ট ওয়াচিং, গেমিং বা রেগুলার ব্যবহার সব জায়গাতেই যুক্ত করবে সেরা অভিজ্ঞতা। এই ফোনের ফুল এইচডি প্লাস কার্ভড স্ক্রিন যা সেগমেন্টে প্রথম। এছাড়াও ডিসপ্লে সেগমেন্টে থাকছে ৯৯% ডিসিআই-পি থ্রি কালার স্যাচুরেশন, ১০৮০ বাই ২৪০০ রেজ্যুলেশনসহ অ্যাডভ্যান্সড সব ফিচারস যা চ্যালেঞ্জিং লাইটিং কন্ডিশনেও ভিউইং-এ ভালো অভিজ্ঞতা দিবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here