‘প্রিগোজিনকে হত্যা করা হয়েছে’ পশ্চিমা অভিযোগের জবাব দিল ক্রেমলিন

0

দুই দিন আগে ভাড়াটে যোদ্ধাদল ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের বিমান দুর্ঘটনায় নিহতের পেছনে ক্রেমলিনের হাত রয়েছে বলে অনেক রুশ নাগরিকের ধারণা। বেশ কয়েকজন পশ্চিমা কর্মকর্তাও রুশ কর্তৃপক্ষের দিকে অভিযোগের আঙুল তুলেছেন।

কিন্তু ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার বলেছেন,  এই ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তদন্তে বিষয়টি স্পষ্ট হবে জানিয়ে তিনি বলেন, এখনও তদন্ত চলছে।

ইয়েভজেনি প্রিগোজিন বিধ্বস্ত বিমানটিতে ছিলেন কিনা ক্রেমলিনের মুখপাত্র পেসকভও নিশ্চিতভাবে তা বলতে অস্বীকৃতি জানিয়েছেন।

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রিগোজিনের শেষকৃত্যে অংশ নিবেন কিনা তা জানাতে পারেননি পেসকভ। ক্রেমলিনের মুখপাত্র বলেন, এটা বলা সম্ভব হচ্ছে না। প্রেসিডেন্ট পুতিনের শিডিউল পূর্ণ। সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here