প্রার্থিতা ফেরাতে এবার চেম্বার আদালতে মঞ্জুরুলের আবেদন

0
প্রার্থিতা ফেরাতে এবার চেম্বার আদালতে মঞ্জুরুলের আবেদন

প্রার্থিতা ফেরাতে এবার আপিল বিভাগে আবেদন করেছেন কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। হাইকোর্টে রিট খারিজের বিরুদ্ধে বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন তিনি।

বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে আগামী ২৬ জানুয়ারি শুনানির তারিখ রেখেছেন।

কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।

প্রাথমিকভাবে রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলেও মঞ্জুরুল আহসান মুন্সী তার হলফনামায় ঋণখেলাপির তথ্য গোপন করেছেন, এমন অভিযোগ এনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন হাসনাত আব্দুল্লাহ। গত ১৭ জানুয়ারি ইসি হাসনাত আবদুল্লাহর আপিল মঞ্জুর করে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে।

ইসির এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৯ জানুয়ারি হাইকোর্টে রিট করেন বিএনপির এই প্রার্থী। প্রাথমিক শুনানির পর গত বুধবার রিটটি সরাসরি খারিজ করে দেন উচ্চ আদালত। ফলে ইসির সিদ্ধান্তই বহাল থাকে। এই খারিজ আদেশের বিরুদ্ধে আজ আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সী। পরে তা সম্পূরক কার্য তালিকায় শুনানির জন্য রাখা হয়। চেম্বার আদালতের কার্য তালিকার ১৬৬ নম্বর ক্রমিকে ফলাফলের ঘরে লেখা আছে ‘২৬ জানুয়ারি নির্ধারণ করা হলো’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here