প্রায় ৩ বছর পর শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে ফেরানো হয়েছে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ভাবনায় রেখে তাকে দলে ফেরানো হয়।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য মঙ্গলবার দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ১৬ জনের সেই দলে জায়গা পেয়েছে ম্যাথিউস।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল
ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, কুসাল মেন্ডিস, সাদিরা সামারাউইক্রামা, কুসাল পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, ধানাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, পাথুম নিসাঙ্কা (ফিটনেসের ভিত্তিতে), মাহিশ থিকশানা, দুশমান্থ চামিরা, দিলশান মাদুশানকা, মাথিশা পাথিরানা, নুয়ান থুষারা, আকিলা দানাঞ্জয়া।