প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা

0
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হবে গণভোট। এর প্রচারণায় ইতোমধ্যে কাজ শুরু করছে অন্তর্বর্তী সরকার। শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিলবোর্ড বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। এবার দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের গণভোটের লিফলেট প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। গণভোট নিয়ে ভোটারদের সচেতন করতে এই প্রচারণা চালাবেন শিক্ষকরা।

আজ (সোমবার) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। নির্দেশনা পাঠানো হয়েছে সব আঞ্চলিক উপ-পরিচালক, জেলা ও উপজেলা-থানা শিক্ষা কর্মকর্তাদের।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১ জানুয়ারির চিঠির নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত লিফলেটগুলো যথাযথভাবে প্রচার করার ব্যবস্থা নিতে হবে। শিক্ষকরা স্কুলগুলোতে এবং স্থানীয় এলাকায় ভোটারদের সচেতন করার কার্যক্রম চালাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here