ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের চার্লস বিশ্ববিদ্যালয়ে এক বন্দুকধারীর হামলায় ১৫ জন নিহত হয়েছে। তবে পুলিশের গুলিতে বন্দুকধারীও নিহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২৪ জন। খবর আল জাজিরার।
বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ৩টায় চার্লস বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টিতে এই বন্দুক হামলা হয়। এটি ১৪ শতকের বিখ্যাত চার্লস ব্রিজের পাশে অবস্থিত। ওই স্থানটিতে বিশ্বের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসেন।
প্রাগের পুলিশ প্রধান মার্টিন ভন্ড্রাসেক বলেন, হামলাকারী একজন ছাত্র। তবে বিস্তারিত বিবরণ দেননি তিনি। এ ছাড়া বন্দুকধারীর নাম এখনো প্রকাশ করা হয়নি।