বলিউড অভিনেতা গুলশান দেবিয়া ২০১২ সালে বিয়ে করেন গ্রীসের অভিনেত্রী কালিরি জিয়াফেতাকে। তবে ২০২০ সালে ৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। এরপর কেটে গেছে কয়েক বছর। আর এই সময়ে মান-অভিমানের বরফ গলেছে। ফের প্রাক্তন স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন গুলশান দেবিয়া।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন এই অভিনেতা নিজেই। গুলশান দেবিয়া বলেন, ‘আমরা পরস্পরকে খুব ভালোবাসি এবং আমাদের মাঝে এখনো গভীর বন্ধন অটুট রয়েছে। বিভিন্ন পরিস্থিতির কারণে এই বন্ধনটি কাজ করেনি। কিন্তু এখন আর পরিস্থিতি তেমন নেই। আর আমরাও আগের মতো নেই। আমরা দুজনেই আলাদা আলাদাভাবে নিজেদেরকে পরিবর্তন করেছি; আরো পরিণত হয়েছি। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিচ্ছেদ।’
প্রাক্তন স্ত্রীর সঙ্গে পুনরায় সম্পর্কে জড়ানোর কথা স্বীকার করে গুলশান দেবিয়া বলেন, ‘আমরা আবারো ডেট করছি। ছুটির দিনে চমৎকার লোকেশন বা রেস্তোরাঁয় একসঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা আমরা এখন সবচেয়ে বেশি করি। আমরা এখন অতিরিক্ত চিন্তা করি না। বরং আরো বেশি যত্নশীল।’