আগামী শুক্রবার থেকে পর্দা উঠছে ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তার আগে নিজেদের ঝালাই করতে মঙ্গলবার (১৬ জানুয়ারি) প্রস্তুতি ম্যাচে অংশ নিয়েছিল ফেভারিট রংপুর রাইডার্স ও দুর্দান্ত ঢাকা।
বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ম্যাচে ১৪ রানে জয় পেয়েছে সাবেক চ্যাম্পিয়নরা। সাকিব আল হাসান না খেললেও নূরুল হাসান সোহানের ঝড়ো ব্যাটিংয়ে রংপুর ৪ উইকেট হারিয়ে ১৭৬ রান তোলে। পরে ১৬২ রানে থেমে যায় ঢাকা।
লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে দুর্দান্ত ঢাকার ইরফান শুক্কুর ৪৩ বলে সর্বোচ্চ ৫৮ রান করেন। চাতুরাঙ্গাসিলভা ২৮ রান করে অবসরে যান। রংপুরের পক্ষে রিপন মন্ডল ৪ ওভারে ৩২ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন।