প্রস্তাবিত নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে মাদারীপুরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

0
প্রস্তাবিত নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে মাদারীপুরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

প্রস্তাবিত নিয়োগবিধি-২০২৪ দ্রুত বাস্তবায়নের দাবিতে মাদারীপুরে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন ইউনিয়ন অর্ধশতাধিক স্বাস্থ্য সহকারী অংশ নেন।

কর্মসূচিতে বক্তব্য দেন মাদারীপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির সভাপতি মো. শাহিন মুন্সী, মাদারীপুর জেলা পরিবার কল্যাণ সমিতির সভাপতি শাহানাজ পারভীন এবং মাদারীপুর জেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতির সভাপতি খাদিজা বেগম।

বক্তারা অভিযোগ করেন, মাঠপর্যায়ের পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিদর্শিকাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বহুদিন ধরে প্রস্তাবিত নিয়োগবিধি-২০২৪ অপেক্ষমাণ রয়েছে। এতে পদোন্নতি, পদমর্যাদা, বেতন-ভাতা এবং প্রশাসনিক কাঠামো নিয়ে কর্মীদের মধ্যে ব্যাপক হতাশা তৈরি হয়েছে।

তাঁরা বলেন, পরিবার পরিকল্পনা সেবার সফল বাস্তবায়নে মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীদের অবদান অপরিসীম। অথচ কাঙ্ক্ষিত স্বীকৃতি ও সুযোগ-সুবিধা না পাওয়ায় কর্মীরা বঞ্চিত হচ্ছেন।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের দাবি মেনে নেওয়া না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here