জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য প্রবীণ সাংবাদিক রফিক ভুঁইয়া আর নেই। গতরাতে রাজধানীর বারডেম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
রফিক ভুঁইয়ার মরদেহ বর্তমানে সমরিতা হাসপাতালে রাখা হয়েছে। কানাডা থেকে ছেলে মেয়েরা আসার পর জানাজা ও দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। রফিক ভুঁইয়া সাংবাদিকতার পাশাপাশি কবিতাও লিখতেন। তাঁর বেশ কয়েকটি কাব্য গ্রন্থ রয়েছে।