প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহত্যা

0

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে প্রবাসী বেলাল বেপারীর স্ত্রী মিতু বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ৯টায় এওয়াজপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে মিতু বাবার বাড়িতে গলায় ফাঁস আত্মহত্যা করে। পরে স্বজনরা মিতুকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মিতুর বড় ভাই বলেন, ‘৮ মাস আগে পারিবারিকভাবে বেলালের সঙ্গে মিতুর বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী তাকে যৌতুকের জন্য প্রায়ই মারধর করতো।
মিতু কয়েকবার বাবার বাড়ি থেকে টাকা এনে দিলে বেলাল সেই টাকায় বিদেশ চলে যায়। ঘটনার কিছুদিন আগে মিতুর দাদা শীতের বিভিন্ন পিঠা, কয়েকটি হাঁস সহ বিভিন্ন খাবার নিয়ে মিতুর স্বামীর বাড়িতে বেড়াতে গেলে তার শশুর-শাশুড়ী ও ননদ মিলে তাদের সামনে মিতুকে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করে। এ ঘটনায় মিতু স্বামীর কাছে বিচার দিলে উল্টো তাকে গালমন্দ করে। এরপর শশুর বাড়ির লোকজন মিতুকে মারধর করে ঘর থেকে বের করে দেয়। পরে বাবার বাড়িতে গিয়ে স্বামীকে ভিডিও কলে রেখে মিতু আত্মহত্যা করে।’

শশীভূষণ থানা অফিসার ইনচার্জ মো. তারিক হাসান রাসেল বলেন, ‘চরফ্যাশন হাসপাতাল থেকে মিতুর লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য ভোলায় পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here