প্রবাসী সাংবাদিকদের সঙ্গে ইসলামী আন্দোলনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

0

ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার আয়োজনে প্রবাসী সাংবাদিকদের এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৭ মার্চ ২০২৫) রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্ট এ ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার কেন্দ্রীয় সেক্রেটারি গাজি আবু হোরায়রার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারন সম্পাদক জহিরুল ইসলাম হিরণ, সহ-সভাপতি কায়সার হামিদ হান্নান, খন্দকার মোস্তাক আহমেদ রয়েল,  সদ্য সাবেক সভাপতি মোস্তফা ইমরান রাজু, দপ্তর সম্পাদক শাখাওয়াত হোসেন জনিসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সাংবাদিক-রাজনীতিবিদদের ঐক্যবদ্ধ কাজের কোন বিকল্প নেই উল্লেখ করে বক্তারা বলেন, প্রবাসীদের অধিকার সমুন্নত রাখতে রাজনীতিবিদদের যেমন দায়বদ্ধতা রয়েছে তেমন সাংবাদিকদেরও সহযোগিতা প্রয়োজন এই কাজে। পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়ার মধ্যদিয়েই আগামীর বাংলাদেশ বিনির্মাণে প্রবাসী রাজনীতিবিদ ও সাংবাদিকরা কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতারা।

ইসলামী আন্দোলনের পক্ষে সভায় উপস্থিত ছিলেন প্রচার ও দাওয়া সম্পাদক মুজাহিদুর রহমান মাসুম, ছাত্র কল্যাণ সম্পাদক মো. মাহির ফয়সাল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা ওহেদুজ্জামান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. জাকির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here