প্রবাসী ভোটার নিবন্ধনের শেষ দিন আজ, ইসি ওয়েবসাইটে ত্রুটিতে ভোগান্তি

0
প্রবাসী ভোটার নিবন্ধনের শেষ দিন আজ, ইসি ওয়েবসাইটে ত্রুটিতে ভোগান্তি

প্রবাসে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করতে অনলাইন ভোটার নিবন্ধনের আজ ৩১ অক্টোবরই শেষ দিন। বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) নির্ধারিত সময় অনুযায়ী প্রবাসী ভোটারদের অনলাইনে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।

নির্বাচন কমিশনের সরকারি ওয়েবসাইটে (https://services.nidw.gov.bd/nid-pub/register-account) অনলাইনে নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে। যাদের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (NID) রয়েছে, তারা এই ওয়েবসাইটে প্রবেশ করে ভোটার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন বলে জানানো হয়েছে।

তবে প্রবাস থেকে অনেকেই নিবন্ধন সম্পন্ন করতে পারছেন না বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে অস্ট্রেলিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার প্রবাসীরা জানিয়েছেন— ওয়েবসাইটে প্রবেশের পর ইমেইলে ওটিপি (One Time Password) না পাওয়ায় প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। অনেকেই একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন।

এই প্রতিবেদক নিজেও অস্ট্রেলিয়া থেকে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্নের চেষ্টা করেন, কিন্তু ইমেইলে ওটিপি না আসায় কাজটি সম্ভব হয়নি। 

প্রবাসীদের পক্ষ থেকে নির্বাচন কমিশন ও সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, যেন জরুরি ভিত্তিতে ওয়েবসাইটের ত্রুটি নিরসন ও নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here