নিয়ন্ত্রণহীনভাবে বিস্তৃতি ঘটা ভয়াবহ দাবানলে সন্ত্রস্ত লস অ্যাঞ্জেলেসে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরাও। বুধবার রাতে (স্থানীয় সময়) দাবানলের বিস্তৃতি ঘটেছে বিশ্বখ্যাত পর্যটন এলাকায় হলিউড হিলস এবং স্টুডিও সিটিতেও। খ্যাতিমান চলচ্চিত্র তারকা ম্যান্ডি মুর, ক্যারি এলউইস, প্যারিস হিল্টনের বিলাসবহুল বাড়ি আগুনে পুড়ে ছাই হয়েছে চোখের নিমিষে। প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় এলাকা থেকে প্যাসাডিনা পর্যন্ত এলাকায় আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই স্কুল-ব্যবসা-বাড়িঘর এবং সবুজে ঘেরা গোটা জনপদ।
দমকল বাহিনী, সিটি ও স্টেট প্রশাসনের পাশাপাশি ফেডারেল প্রশাসনের সর্বস্তরে গভীর উদ্বেগ বিরাজ করছে এই আগুন নিয়ন্ত্রণে অপারগতা নিয়ে। ৩ হাজারের অধিক দমকল কর্মী মঙ্গলবার বিকাল থেকে বিরামহীনভাবে কাজ করছেন। এখন আশেপাশের ৫টি স্টেটের দমকল বাহিনী এবং ন্যাশনাল গার্ড-কে ডাকা হয়েছে। সানফ্রান্সিসকো সিটির সমপরিমাণ অর্থাৎ ৪২ বর্গমাইলে বিস্তৃত এই আগুন ঝড়ের গতিতে লোকালয়ে ছড়িয়ে পড়ছে বলে এলাকার মানুষ জানিয়েছেন। ইতিমধ্যেই ৫ জনের দগ্ধ লাশ উদ্ধারের সংবাদ দিয়েছে সিটি কর্তৃপক্ষ। এক লাখ ৩৭ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
দাবানল নিয়ন্ত্রণে সমস্যা দেখা দিয়েছে পানি সরবরাহে সংকট পরিলক্ষিত হওয়ায়। কারণ, গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। প্রেসিডেন্ট জো বাইডেন লস অ্যাঞ্জেলেস সফর করেছেন বুধবার। এরপরই তিনি এলাকায় ফেডারেল জরুরি অবস্থা ঘোষণা করেছেন। স্থানীয় প্রশাসন জারি করেছে কারফিউ। শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যকেন্দ্র এবং বড় ধরনের অবকাঠামোসহ দুই হাজারের অধিক স্থাপনা চোখের সামনে পুড়েছে বুধবার সন্ধ্যা নাগাদ।
লস অ্যাঞ্জেলেসের সংবাদদাতা তপন দেবনাথ জানান, লস অ্যাঞ্জেলেস সিটির ডাউনটাউন তথা লিটল বাংলাদেশ নামক স্থান থেকে আগুনের লেলিহান শিখা ৩০-৩২ মাইল দূরে হলেও ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে গোটা এলাকা। চোখ ঝলসে যাচ্ছে ঘরের বাইরে গেলেই। মানুষ-জন আতঙ্কে রয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশী অধ্যুষিত তথা অভিবাসীদের এলাকায় আগুনের বিস্তৃতি ঘটেনি। তবে যেভাবে ছড়িয়ে পড়ছে তা থেকে পরিত্রাণে যথাযথ প্রস্তুতি সম্পন্ন না হলে শুক্রবারের মধ্যে আমরাও আক্রান্ত হবো। দাবানলের মোকাবিলা করতে গিয়ে ব্যবহারযোগ্য সম্পদের ওপর চাপ পড়ছে এবং পানি সরবরাহ শেষ সীমায় গিয়ে ঠেকছে।
জানা গেছে, মঙ্গলবার শুষ্ক আবহাওয়ার মধ্যে ক্যালিফোর্নিয়ায় দাবানল শুরু হওয়ার পর থেকে প্রায় বাধাহীনভাবে ছড়িয়েছে। এখন পর্যন্ত অন্তত পাঁচটি দাবানলের মধ্যে বড় দুটি লস অ্যাঞ্জেলেস শহরকে প্রায় ঘিরে ধরেছে। এর একটিতে মৃত্যু হয়েছে অন্তত পাঁচজনের। হারিকেনের শক্তি নিয়ে বইতে থাকা জলীয়বাষ্পহীন বাতাসের তোড়ে আগুন আরও প্রবল হয়ে উঠছে। এসব দাবানল ঠেকানো ক্যালিফোর্নিয়ার দমকল ও জরুরি বিভাগের কর্মীদের জন্য অসম্ভব হয়ে উঠেছে। তাদের প্রচেষ্টা জোরদার করতে আশেপাশের ছয়টি অঙ্গরাজ্যের দমকল ও জরুরি বিভাগের কর্মীরা ক্যালিফোর্নিয়ায় গিয়ে জড়ো হচ্ছেন। পাঁচটি দাবানলের মধ্যে তিনটি পুরোপুরি বাধাহীনভাবে ছড়াচ্ছে।
এদিকে, নিয়ন্ত্রণহীন দাবানলে পুড়তে থাকায় প্রেসিডেন্ট জো বাইডেন তার ইতালি সফর বাতিল করেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। ইতালি সফরের বদলে প্রেসিডেন্ট বাইডেন ক্যালিফোর্নিয়ার দাবানলগুলোর বিষয়ে ফেডারেল কর্তৃপক্ষের পূর্ণ সাড়ার দিকটিতে মনোযোগ দিতে চান। ইতালিতে বাইডেনের এই সফরের ঘোষণা ডিসেম্বরেই দেওয়া হয়েছিল হোয়াইট হাউস থেকে। তখন তারা জানিয়েছিল, বাইডেন ৯ থেকে ১২ জানুয়ারি ইতালি সফর করবেন, আর এ সময় তিনি পোপ ফ্রান্সিস, ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন।
কিন্তু বুধবার হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, বুধবার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেস থেকে ফিরে আসার পর প্রেসিডেন্ট বাইডেন সামনের দিনগুলোতে পূর্ণ ফেডারেল রেসপন্স তদারকির দিকে মনোযোগ দিতে তার আসন্ন ইতালি সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন।
বুধবার সকালে বাইডেন ক্যালিফোর্নিয়া গিয়ে ওই এলাকায় ছড়িয়ে পড়া ঐতিহাসিক দাবানলের বিরুদ্ধে লড়াইরত পুলিশ, দমকল ও জরুরি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং স্টেটে একটি ‘বড় ধরনের বিপর্যয় চলছে’, এমন ঘোষণার অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।
বিডিপ্রতিদিন/কবিরুল