প্রবাসী বাংলাদেশি ওমেন্স অ্যাসোসিয়েশনের আয়োজনে ফাগুন উদযাপন

0

প্রবাসী বাংলাদেশি ওমেন্স অ্যাসোসিয়েশন (পিবিডব্লিউএ) গত ২৫ ফেব্রুয়ারি সিডনির ওয়ালি পার্কে ফাগুন উদযাপনের আয়োজন করেছে। সকলের জন্য উন্মুক্ত এই আয়োজনে মেয়ে ও শিশুরা হলুদ এবং সবুজের সমাহারে সেজে এসেছিল। ফাগুনের এই আয়োজনে নারীরা মনের আনন্দে পিলো পাসিং এবং ট্যালেন্ট শোসহ বিভিন্ন খেলায় অংশ নেন।

নৃত্য পরিবেশনায় ছিলেন ফারিয়া আনজুম এবং পূরবী পারমিতা। সংগীতে ছিলেন আয়েশা কলি। আয়োজনে অংশগ্রহণকারীদের কেক কেটে আনন্দ ভাগাভাগির পাশাপাশি ঐতিহ্যবাহী পিঠা, মিষ্টি ও বিভিন্ন রকমের ভর্তাসহ অনেক মুখরোচক খাবারে আপ্যায়ন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় এমপি সোফি কটড্ডিস, তিশা তানিয়া, পূরবী পারমিতা, সুলতানা ময়না, মৌসুমী সাহা, ফারহানা ববি, আবিদা আসোয়াদ, শায়লা, মাহমুদা, দিলারা, ফাহমিদা, নীপা, টিনা, ফারিন, বিন্দু, মারুফা, রুমানা, লাকি, কেয়া ও ফায়িয়া প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here