যুক্তরাষ্ট্র প্রবাসী অনিক পাল গত ৩ জুলাই নিজ বাসার কাছে জন টি মিয়ার্স ব্রিজ থেকে ওয়াবাশি নদীতে ঝাঁপ দিয়েছিলেন। বিষয়টি জানার পরই অনুসন্ধানে নামেন ইন্ডিয়ানা স্টেট পুলিশ ও দমকল বাহিনীর ডুবুরিরা। তবে ২০ জুলাই পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।
অনিক পাল পারড্যু ইউনিভার্সিটিতে বায়োকেমিস্ট্রিতে পিএইচডি করছিলেন। একইসঙ্গে লেকচারারের দায়িত্বও পালন করছিলেন তিনি।
তবে সংবাদটি জানার পরেই অনুসন্ধানে নামেন ইন্ডিয়ানা স্টেট পুলিশ ও দমকল বাহিনীর ডুবুরিরা। পরদিন ৪ জুলাই ছুটির কারণে অনুসন্ধানে বিরতি দেওয়া হয়। এরপর ৫ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত ওই নদীর সর্বত্র অনুসন্ধান চালানো হয়। কিন্তু অনিক পালের লাশের কোনো হদিস না পেয়ে হতাশা ব্যক্ত করেছেন পুলিশ অফিসার লে. ব্রায়ান লোয়্যে।
ক্যাপ্টেন রবার্ট হ্যাইঞ্জ জানান, নদীটি বর্তমানে উত্তাল। তাই ডুবুরিরা নিজেকে সামলে অনুসন্ধান অব্যাহত রাখতে সক্ষম হচ্ছে না বলে ১১ জুলাই অনুসন্ধানের সমাপ্তি ঘোষণা করা হয়।
নদীতে ঝাঁপ দেওয়ার কারণ জানা না গেলেও একটি সূত্র জানিয়েছে, পারিবারিক টানাপোড়েন চলছিল। সম্ভবত সে কারণেই মানসিক যন্ত্রণায় ভুগতে পারেন তিনি।