প্রবাসে থেকেও গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের সক্রিয়ভাবে যুক্ত করার লক্ষ্যে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া কুয়ালালামপুরের চেরাস এলাকায় পোস্টাল ভোট বিডি অ্যাপ নিবন্ধন কার্যক্রম সফলভাবে আয়োজন করেছে। সোমবার চেরাসের একটি রেস্টুরেন্টে এই কর্মসূচি আয়োজন করা হয়।
কর্মসূচিতে চেরাসের আশপাশের এলাকায় বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী অংশগ্রহণ করেন। শতাধিক কর্মজীবী প্রবাসীকে সরাসরি সহায়তার মাধ্যমে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন সম্পন্ন করা হয়। এই উদ্যোগ প্রবাসীদের বহুদিনের প্রত্যাশিত ভোটাধিকার বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ ও পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
কর্মসূচিতে সরাসরি উপস্থিত থেকে নেতৃত্ব দেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার কনভেনর ইঞ্জিনিয়ার আনামুল হক এবং সহ-কনভেনর ইঞ্জিনিয়ার মিনহাজ আমিন রনি। তাদের সঙ্গে সংগঠনের একাধিক কমিটি সদস্য স্বতঃস্ফূর্তভাবে যুক্ত ছিলেন।
এই আয়োজনের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার যুগ্ম সচিব মুশফিক আহমেদ চৌধুরী। পাশাপাশি পোস্টাল ভোট বিডি অ্যাপ নিবন্ধন কার্যক্রমে ভোটিং সেলের দায়িত্ব ও নেতৃত্ব দক্ষতার সঙ্গে পালন করেন ওয়াসিম আকরাম অনিক এবং সাইফুল ইসলাম মাসুম।
সম্পূর্ণ কার্যক্রমটি দক্ষতার সঙ্গে পরিচালনা ও সমন্বয় করে এনসিপি প্রবাসী ভোটিং অ্যাপ সেল। অ্যাপ সেলের সদস্যরা প্রবাসীদের নিবন্ধন প্রক্রিয়াকে সহজ, স্বচ্ছ ও সুশৃঙ্খল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এনসিপি প্রবাসী ভোটিং অ্যাপ সেলের সদস্যরা হলেন- ওয়াসিম, মুশফিক আহমেদ, দাউদ ইসলাম, মাসুম, শহীদ, নজমুল, সোহেল, হাদিস, নুরুল ইসলাম সুজন ও মিজান ভাই।

