প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে প্যারিসে সমাবেশ

0
প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে প্যারিসে সমাবেশ

প্যারিসে বাংলাদেশি নাগরিকদের উদ্যোগে প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশের মূল বক্তব্য ছিল, প্রবাসীরা দেশের অর্থনীতি সচল রাখার পাশাপাশি জাতীয় জীবন ও গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তবুও বিগত ৫৪ বছরে তাদের ভোটাধিকার বাস্তবায়নে সরকার যথাযথ আন্তরিকতা দেখায়নি।

প্যারিসের বাংলাদেশ দূতাবাসের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশী নাগরিক পরিষদ, ফ্রান্সের সভাপতি আবুল খায়ের লস্বর, পরিচালনা করেন সেক্রেটারি ইমরান আহমেদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা কমিউনিটি ব্যক্তিত্ব মুহাম্মদ নজরুল ইসলাম, বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক ভূঁইয়া, আইসা পরিচালক ওবায়দুল্লাহ কয়েছ, অনলাইন একটিভিস্ট মীর জাহান, সাংবাদিক নেতা মুহাম্মদ নূরুল ইসলাম, বরিশাল কমিউনিটি সেক্রেটারি মনিরুল ইসলাম, প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি এনায়েত হুসেন সুহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ। ফরাসি ভাষায় বক্তব্য রাখেন শুভেচ্ছা শেখ, এবং দেশাত্মবোধক গান পরিবেশন করেন প্যারিস শিল্পীর গোষ্ঠী।

বক্তারা বলেন, প্রবাসীরা ফ্যাসিবাদ-বিরোধী গণঅভ্যুত্থানে বাংলাদেশের জনগণের সাথে সংহতি দেখিয়েছেন এবং রেমিট্যান্স বন্ধ আন্দোলন ও অন্যান্য পদক্ষেপের মাধ্যমে পরিবর্তনের সংগ্রামে ভূমিকা রেখেছেন। প্রবাসীরা তাদের আত্মীয়স্বজন ও বন্ধুদের মাধ্যমে সমর্থন জোগান এবং দেশের সংকট ও প্রাকৃতিক দুর্যোগে সহায়তা প্রদান করে আসছেন।

সমাবেশে বক্তারা জোর দেন, “এবার যদি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত না করা হয়, ভবিষ্যতে তা সম্ভব নাও হতে পারে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারের ব্যবস্থা করতে হবে।” প্রবাসীরা নির্বাচন কমিশনের কার্যকর তৎপরতা ও ভোটার তালিকার সাথে সমন্বয়সহ সরাসরি ভোট প্রদানের সুযোগ চেয়েছেন।

সমাবেশ শেষে বাংলাদেশী নাগরিক পরিষদ, ফ্রান্স’র একটি প্রতিনিধি দল রাষ্ট্রদূতের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর লিখিত স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে প্রবাসীদের অবদান এবং ভোটাধিকার প্রদানের প্রয়োজনের বিষয়গুলো তুলে ধরা হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here