প্রধান বিচারপতির বাসায় হামলার ঘটনায় রমনা থানায় করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে ফের জামিন আবেদন করা হয়েছে।
মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন তাদের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।
গত ১ ফেব্রুয়ারি সিএমএম আদালতে ফখরুলের এবং গত ২৪ জানুয়ারি আমীর খসরুর জামিন নামঞ্জুর হয়। সেই আদেশের বিরুদ্ধে ফৌজদারি বিবিধ মামলা দায়ের করে দায়রা আদালতে জামিন আবেদন করেন তারা।