প্রধান বিচারপতির বাসভবনে হামলা: আপিল বিভাগে নিপুণের জামিন বহাল

0

প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় দায়ের মামলাসহ নাশকতার চার মামলায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।

এর আগে গত ৪ ডিসেম্বর প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় মামলাসহ নাশকতার আট মামলায় নিপুণ রায় চৌধুরীকে আগাম জামিন দেন হাইকোর্ট। আগামী ১১ জানুয়ারি পর্যন্ত তাকে আগাম জামিন দেওয়া হয়।

রাজধানীর রমনা ও পল্টনের সাতটি এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানার এক মামলায় তাকে জামিন দেন হাইকোর্ট।

পরে এর মধ্যে চার মামলায় জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here