অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার সকালে ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে তারা সাক্ষাৎ করেন।
সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা এবং গুতেরেস রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করতে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করেছেন।
এর আগে, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে চারদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। -বাসস