পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ বলেছেন, ইমরান খানকে তিনি প্রধানমন্ত্রী হতে সহায়তা করেছিলেন। কিন্তু এটা দুভার্গ্যজনক যে, ইমরান খান এটার জন্য কখনও কৃতজ্ঞতা স্বীকার করেননি। কখনও তাকে ধন্যবাদ পর্যন্ত জানায়নি পিটিআই চেয়ারম্যান।
পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম এআরওয়াইয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে জাভেদ মিয়াঁদাদ এসব কথা বলেন।
জাভেদ মিয়াঁদাদ বলেন, তিনি যখন জাতীয় দলের হয়ে খেলেতেন, সর্বদা চেষ্টা করতেন দল হারলেও যেন ব্যবধান সামান্য থাকে। দলের কোনো খেলোয়াড় তার অধিনায়কত্ব নিয়ে কখনও প্রশ্ন তোলেনি বলেও জানান তিনি।
ইমরান খান ২০১৮ সালের আগস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। তিন বছর তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০২২ সালের এপ্রিলে আস্থা ভোটের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। সূত্র: এনডিটিভি