প্রধানমন্ত্রী একাধিকবার ফোন দিয়ে খেলার খোঁজ নেন : পাপন

0

ঘরের মাঠে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ জিতে ইংল্যান্ডকে বাংলাওয়াশ করলো টাইগাররা। যে কোনো ফরম্যাটের ক্রিকেটে ইংলিশদের বিপক্ষে প্রথমবার এমন কীর্তি গড়ে বাংলাদেশ।

ইংল্যান্ডকে বাংলাওয়াশ করার লড়াইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার ফোন দিয়ে খেলার খোঁজ নিয়েছেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

‘তো এই রকম আমি বলছি খেলার মাঝখানেও ফোন দিয়েছেন। উনি প্রতিটা বল বাই বল খেলা দেখেছেন। খেলা শেষ হওয়ার পরেও ফোন করেছিলেন, আমি বারান্দায় ছিলাম আওয়াজ শুনিনি। ঢুকেই দেখি ওনার মিসড কল; পরে আবার আমি ফোন করেছি তো উনি সকলকে অভিনন্দন জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী খুবই খুশি। ওটাই বলছিলেন যে, ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ উনি চিন্তাও করতে পারেননি, আমরাও পারিনি। ’

মঙ্গলবার মিরপুর শেরে বাংলায় সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডকে ১৬ রানে হারিয়ে বাংলাওয়াশ করেছে বাংলাদেশ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here