বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে বিএনএ সিলেট শাখা সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের সঞ্চালনায় জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী, বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা. মাহবুবুল আলম, সেবা তত্ত্বাবধায়ক মোসাম্মৎ রিনা বেগম, ভারপ্রাপ্ত উপ তত্ত্বাবধায়ক শেফালী রানী বিশ্বাস, নার্সিং সুপারভাইজার সিখা রাণী দেব, অঞ্জলি বেপারী, শিখা হালদার, উপদেষ্টা নার্সিং সুপারভাইজার কুমারী রুবি রানী সাহা, জসিম উদ্দিন সরকার, মোহাম্মদ গোলাম রাব্বানী, ভ্রান্তি বালা দেবী, আনোয়ারা বেগম, নিলুফার ইয়াসমিন, মো. সিরাজুল ইসলাম, রেখা রানী, দিপালী বিশ্বাস।