বরিশালে প্রধানমন্ত্রীর ২৯ ডিসেম্বরের জনসভা সফল করতে বিভাগীয় বিশেষ বর্ধিত সভা করেছে আওয়ামী লীগ। আজ শনিবার দিনভর নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে এই বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় জনসভা সফল করতে জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহকে প্রধান সমন্বয়ক করে ছয় সদস্যের একটি সমন্বয় কমিটি গঠিত হয়।
জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে বর্ধিত সভায় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, বরিশাল-২ আসনে ১৪ দলের প্রার্থী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত, আওয়ামী লীগ কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য আনিছুর রহমান, মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহসহ বিভাগের ছয় জেলার ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, দলীয় উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।