আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তার নেতৃত্বে বাংলাদেশ আজ মর্যাদাশীল দেশে পরিণত হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে ২০৩১’র মধ্যে ভিন্ন বাংলাদেশ হবে, উন্নতির শিখরে পৌঁছে যাবে।
শনিবার সকাল ১০টায় কুষ্টিয়ার একটি রেস্টুরেন্টে বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া শাখার আয়োজনে ‘শেখ হাসিনার নেতৃত্বে অনন্য উচ্চতায় বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন হানিফ।
প্রধান অতিথির বক্তব্যে হানিফ বলেন, শেখ হাসিনা দেশে যে উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠা করেছেন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে মানুষের ভোটের মাঠে আসা উচিত। জাতীয় নির্বাচনে কত শতাংশ মানুষ উপস্থিত হবেন তা দেখে বোঝা যাবে মানুষ উন্নয়ন ও শান্তি চান কি-না।