প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির স্লোগান দেয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে পুলিশ ধানবান্ধির নিজবাড়ী থেকে তাকে গ্রেফতার করে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও আমানউল্লাহ আমানের বিরুদ্ধে আদালতের রায়ের প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশে হুমকির স্লোগান দেন অভিযুক্ত রাশেদুল। এ ঘটনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।