প্রথম সফরেই পানামা গেলেন ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী

0

দায়িত্ব নেওয়ার পর প্রথম সফরেই পানামা গেলেন যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় শনিবার পানামায় পৌঁছান। 

পানামা খাল দখল করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর রুবিও এ সফর করলেন।

পানামা থেকে রুবিও অভিবাসী ইস্যুতে লাতিন আমেরিকার আরও চারটি ছোট দেশ সফর করবেন।

সাধারণত মার্কিন পররাষ্ট্রমন্ত্রীরা প্রথমে বড় ও মিত্রদেশগুলোতে সফর করেন। তবে রুবিও ছোট দেশ দিয়ে সফর শুরু করলেন।

এদিকে, পানামা খাল দখল করতে সামরিক শক্তি প্রয়োগের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। ১৯৯৯ সালের দিকে যুক্তরাষ্ট্র পানামা খাল হস্তান্তর করে।

অভিষেক ভাষণে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র পানামা খাল আবার দখলে নেবে। শুক্রবার ট্রাম্প এ নিয়ে আবার কথা বলেন। তিনি বলেন, তারা এর মধ্যে অনেক কিছু করার প্রস্তাব দিয়েছে। কিন্তু আমরা মনে করি পানামা খাল ফিরিয়ে নেওয়াই সঠিক।

ট্রাম্পের অভিযোগ, কীভাবে চুক্তিভঙ্গ করেছে তা লুকাতে চীনা ভাষায় লিখিত বিভিন্ন বিষয় মুছে ফেলা হচ্ছে।

সাংবাদিকদের ট্রাম্প জানান, পানামার দায়িত্বে যে ভদ্রলোক রয়েছেন, তার সঙ্গে কথা বলতে যাচ্ছেন মার্কো রুবিও।

মার্কিন এক কর্মকর্তা বলেছেন, রুবিও পানামা খাল সফরে যাবেন। তিনি পানামার প্রেসিডেন্ট জোস রাউল মুলিনোর সঙ্গে সাক্ষাৎ করবেন। মুলিনো যুক্তরাষ্ট্রের মিত্র। পানামা খাল দখলে ট্রাম্পের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ করার পর তিনি আলোচনার কথা অস্বীকার করেছেন। সূত্র: ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস, এপি, সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here