প্রথম বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার আর নেই

0
প্রথম বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার আর নেই

ক্রিকেট বিশ্ব আজ শোকাহত। ওয়েস্ট ইন্ডিজের ১৯৭৫ সালের প্রথম ক্রিকেট বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য বার্নার্ড জুলিয়েন মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি উত্তর ত্রিনিদাদের ভালসাইন শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বার্নার্ড জুলিয়েন ছিলেন ওয়েস্ট ইন্ডিজ দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার, তিনি বল ও ব্যাট হাতে অসাধারণ অবদান রেখেছেন ১৯৭৫ বিশ্বকাপে। ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭ রানের জয়ের ম্যাচে অপরাজিত ২৬ রানের ইনিংস খেলেন তিনি। যদিও সেই ম্যাচে উইকেট পাননি, তবে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে তাঁর দুর্দান্ত বোলিং ৪ উইকেট এনে দেয় ক্যারিবীয়দের, কিউইদের গুটিয়ে দেয় ১৫৮ রানে।

গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষেও ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন জুলিয়েন। পুরো টুর্নামেন্টে তিনি ৫ ম্যাচে ৪৮ রান করার পাশাপাশি ১০ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হন।

সেই সময়কার অধিনায়ক ক্লাইভ লয়েড বলেন,”জুলিয়েন সব সময়ই নিজের সর্বোচ্চটা দিত। ব্যাট ও বল হাতে আমি ওর ওপর পুরোপুরি ভরসা করতাম। সে ছিল এক দুর্দান্ত ক্রিকেটার, দায়িত্ব থেকে কখনও পিছপা হয়নি।”

বার্নার্ড জুলিয়েনের আন্তর্জাতিক ক্যারিয়ার ছিল ছোট, কিন্তু স্মরণীয়। ১৯৭৩ সালে অভিষেকের পর ১৯৭৭ সাল পর্যন্ত খেলেন তিনি। ২৪টি টেস্টে দুটি সেঞ্চুরি করেন, যার একটি ১২১ রানের ইনিংস ছিল ঐতিহাসিক লর্ডসে। এছাড়া টেস্টে ৫০টি ও ওয়ানডেতে ১৮টি উইকেট ছিল তাঁর ঝুলিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here