প্রথম থ্রিডি প্রিন্টেড রকেটের মিশন ব্যর্থ!

0

বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড রকেট টেরান-১ সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল। তবে তিনবারের চেষ্টায় উৎক্ষেপণ সফল হলেও অরবিটে পৌঁছাতে পারেনি রকেটটি।

ফরাসি গণমাধ্যম এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় পর্যায়ের বিচ্ছিন্নকরণ প্রক্রিয়ার ধাপ উৎরাতে পারেনি টেরান-১।

টেরান-১ রকেটের উচ্চতা ছিল একশ ১০ ফুট। এর নীচের অংশের প্রথম ধাপে কাজ করেছিল নয়টি ইঞ্জিন। আর দ্বিতীয় ধাপে একটি। এর ‘এওন’ নামের ইঞ্জিন থ্রিডি-প্রিন্ট করা। এ ছাড়া, দুই ধরনের জ্বালানি ব্যবস্থা থাকায় রকেটে ব্যবহৃত হয়েছিল অক্সিজেন ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস।

সূত্র: সিএনএন

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here