প্রথম কাজেই সেরার স্বীকৃতি পেলেন আরিয়ান খান

0
প্রথম কাজেই সেরার স্বীকৃতি পেলেন আরিয়ান খান

বলিউডের সেরা নবাগত পরিচালক হিসেবে পুরস্কার অর্জন করেছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। গতকাল শুক্রবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত এনডিটিভি ইন্ডিয়ান অফ দ্য ইয়ার-২০২৫ অনুষ্ঠানে নেটফ্লিক্স সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ পরিচালনার জন্য এ পুরস্কারে ভূষিত হন তিনি। 

পুরস্কার গ্রহণের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে আরিয়ান খান বলেন, ‘প্রথমবারের মতো একজন নতুন পরিচালকের ওপর আস্থা রাখার জন্য আমি কাস্ট, কলাকুশলী ও নেটফ্লিক্সকে ধন্যবাদ জানাতে চাই। আজ রাতের সব বিজয়ীদেরও অভিনন্দন।’

আরিয়ান বলেন, ‘এটি আমার জীবনের প্রথম পুরস্কার। আমি আরও জিততে চাই। আমার বাবার মতো আমিও পুরস্কার খুব পছন্দ করি।তবে এই পুরস্কার তার জন্য নয়, এটি আমার মায়ের জন্য।’

‘দ্য ব্যাডস অফ বলিউড’ আরিয়ান খানের ডিরেক্টরিয়াল ডেবিউ বা প্রথম পরিচালিত কাজ। নেটফ্লিক্সে প্রচারিত সিরিজটি ব্যঙ্গাত্মক ঘরানার গল্প। যেখানে বলিউডের স্বজনপ্রীতি, কেলেঙ্কারি ও পারিবারিক গোপনীয়তাকে তীক্ষ্ণ ও সাহসী দৃষ্টিভঙ্গিতে তুলে ধরা হয়েছে।

এই সিরিজে উঠে এসেছে উচ্চাকাঙ্ক্ষী অভিনেতা আসমান সিংয়ের গল্প। দ্রুত তারকাখ্যাতির পথে এগোতে গিয়ে তার জীবনে জড়িয়ে পড়ে সুপারস্টার অজয় তলোয়ার এবং তার কন্যা কারিশমা। এই সম্পর্কগুলো ধীরে ধীরে উন্মোচন করে বলিউডের ভেতরের অস্থির ও জটিল বাস্তবতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here