ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে জয়ের পর আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ফিল্ডিং করছে বাংলাদেশ। টাইগার পেসারদের দাপটের পর টেক্টর-ক্যাম্পারের জুটিতে প্রতিরোধ গড়েছে আয়ারল্যান্ড। জুটির ১৭ রানের সময় মধ্যাহ্ন বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে সাবলীল খেলতে থাকেন দু’জনে। এরই মধ্যে প্রথম আইরিশ ক্রিকেটার হিসেবে অভিষেকেই ফিফটির স্বাদ পেয়েছেন টেক্টর।
খালেদের করা লেগ স্ট্যাম্পের বলে লেগে ঠেলে দিয়ে সিঙ্গেল নেন টেক্টর। দেখা পান টেস্ট অভিষেকেই ফিফটির। ৮০ বলে ৬টি চার ও ১টি ছয়ে তিনি হাফ সেঞ্চুরি করেন। টেক্টর প্রথম আইরিশ ক্রিকেটার যিনি টেস্ট অভিষেকে ফিফটির কীর্তি গড়েন।
ম্যাচের ৫ম ওভারেই দলীয় ১১ রানের মাথায় প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড। ১০ বলে ৫ রান করে শরিফুলের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান মারে কমিন্স। অন্য ওপেনার জেমস ম্যাককলাম অধিনায়ক অ্যান্ডি বালবির্নিকে নিয়ে জুটি বাধার চেষ্টা করেন। দলীয় ২৭ রানের মাথায় আউট হয়ে যান জেমস ম্যাককলামও। এবাদত হোসেনের বলে সেকেন্ড স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। তার আগে করেন ৩৪ বলে ১৫ রান। ব্যক্তিগত ১৬ রানে তাইজুলের শিকার হন বালবির্নি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ১২১ রান।