প্রথমবারের মতো নিজেদের ইতিহাসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল স্কটল্যান্ড। বিশ্বকাপের বাছাইপর্বের সেমিফাইনালে আয়ারল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল স্কটিশ মেয়েরা।
রবিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ৮ উইকেটে জয় পেয়েছে স্কটল্যান্ড। আগে ব্যাট করে আয়ারল্যান্ড ৯ উইকেটে ১১০ রান করে। জবাবে স্কটল্যান্ডের মেয়েরা দুই উইকেট হারিয়ে ২২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়।
উল্লেখ্য, আগামী ৩ অক্টোবর থেকে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ নিয়ে দ্বিতীয়বারের মতো মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। এবারের আসরে দু’টি গ্রুপে ভাগ হয়ে খেলবে দশটি দল।