মোংলা বন্দর প্রতিষ্ঠার ৭৩ বছরের মধ্যে এই প্রথম ৮ মিটার গভীরতার একটি বাণিজ্যিক জাহাজ পন্যবোঝাই করে বন্দর জেটি ত্যাগ করেছে। সিঙ্গাপুরের পতাকাবাহী ‘এমভি মার্কস শিয়ামেন’ নামের এই জাহাজটি মঙ্গলবার বিকালে পন্যবোঝাই ২২১টি কন্টেইনার নিয়ে মোংলা বন্দরের ৬ নম্বর জেটি ত্যাগ করে।
এরআগে সোমবার বিকালে এমভি মার্কস শিয়ামেন জাহাজটি ১১০টি পন্যবোঝাইসহ ১৭৯টি কন্টেইনার নিয়ে মোংলা বন্দর জেটিকে নোঙর করে। মোংলা বন্দরে এত গভীরতার অন্য কোন জাহাজ জেটিতে নোঙর করেনি। ৮ মিটার গভীরতার বাণিজ্যিক জাহাজ জেটিতে নোঙর ও পন্যবোঝাই করে সিঙ্গাপুরের উদ্যেশে বন্দর জেটি ত্যাগ করার মধ্য দিয়ে মোংলা বন্দরে সৃষ্টি হয়েছে নতুন রেকর্ড। মোংলা বন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।