প্রথমবার এক পঞ্জিকাবর্ষে কেইনের ৫০ গোল

0
প্রথমবার এক পঞ্জিকাবর্ষে কেইনের ৫০ গোল

গোল করায় অভ্যস্ত হ্যারি কেইনের জন্য নতুন কোনো মাইলফলক ছোঁয়া সহজ নয়। তবে এবার ক্যারিয়ারের এক বিরল ‘প্রথম’ অর্জন করে ফেললেন ইংলিশ স্ট্রাইকার। বায়ার্ন মিউনিখের হয়ে খেলতে গিয়ে প্রথমবারের মতো এক পঞ্জিকাবর্ষে ৫০ গোল করার কীর্তি গড়লেন কেইন।

রবিবার বুন্দেসলিগায় মাইন্সের বিপক্ষে ম্যাচে শেষ দিকে পেনাল্টি থেকে করা গোলেই এই মাইলফলকে পৌঁছান ৩২ বছর বয়সী ফরোয়ার্ড। সেই গোলেই পরাজয়ের হাত থেকে রক্ষা পায় শীর্ষে থাকা বায়ার্ন, ম্যাচ শেষ হয় ২-২ গোলে ড্রয়ে। একই সঙ্গে চলতি বছরে এটি ছিল কেইনের ৫০তম গোল।

সমৃদ্ধ ক্লাব ক্যারিয়ারে এর আগে কখনও এক ক্যালেন্ডার বছরে ৫০ গোল করতে পারেননি কেইন। বায়ার্নের জার্সিতে এই কীর্তি সর্বশেষ করেছিলেন রবের্ত লেভানদোভস্কি, তিনি ২০২১ সালে করেছিলেন ৫৮ গোল। পরে তিনি বার্সেলোনায় যোগ দেন।

ম্যাচে স্পষ্ট ফেভারিট হয়েও অপ্রত্যাশিত চাপে পড়ে যায় বায়ার্ন। ২৯তম মিনিটে প্রথমে এগিয়ে যায় স্বাগতিকরা। এই গোলের মধ্য দিয়ে চলতি বুন্ডেসলিগায় মাত্র ১৪ ম্যাচেই দলের গোলসংখ্যা দাঁড়ায় ৫০-এ। তবে প্রথমার্ধের যোগ করা সময় ও ৬৭তম মিনিটে দুই গোল করে লিগের তলানির দল মাইন্স চমকে দেয় বর্তমান চ্যাম্পিয়নদের।

শেষ পর্যন্ত ৮৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে লিগে প্রথম হারের লজ্জা থেকে বাঁচান কেইন। গুরুত্বপূর্ণ এই গোলে শুধু একটি পয়েন্টই নিশ্চিত হয়নি, ইতিহাসে জায়গা করে নেওয়া এক ব্যক্তিগত মাইলফলকও ছুঁয়ে ফেলেন বায়ার্নের তারকা ফরোয়ার্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here