প্রথমবারের মতো বিলিয়নারের তালিকায় পপ সম্রাজ্ঞী বিয়ন্সে

0
প্রথমবারের মতো বিলিয়নারের তালিকায় পপ সম্রাজ্ঞী বিয়ন্সে

প্রথমবারের মতো বিলিয়নারের তালিকায় জায়গা করে নিলেন বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা বিয়ন্সে। ব্যবসা ও অর্থবিষয়ক সাময়িকী ফোর্বস–এর সর্বশেষ তালিকায় বিশ্বের শীর্ষ ধনকুবেরদের একজন হিসেবে উঠে এসেছে তার নাম।

ফোর্বসের তথ্যমতে, বিয়ন্সে এখন বিশ্বের পঞ্চম সংগীতশিল্পী হিসেবে এক বিলিয়ন ডলারের বেশি সম্পদের মালিক। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার ২০০ কোটি টাকা। এর আগে এই তালিকায় নাম লেখান টেলর সুইফট, রিহানা, ব্রুস স্প্রিংস্টিন এবং বিয়ন্সের স্বামী ও র‌্যাপার জে–জি।

চলতি মাসের শুরুতে ফোর্বস জানিয়েছিল, বিয়ন্সের সম্পদের পরিমাণ তখন প্রায় ৮০ কোটি ডলার। তাঁর দীর্ঘদিনের সফল সংগীতজীবন ও ব্যবসায়িক উদ্যোগের ধারাবাহিকতায় খুব শিগগিরই তিনি বিলিয়নারের সীমা অতিক্রম করবেন—এমন পূর্বাভাস দিয়েছিল সাময়িকীটি। এবার সেই পূর্বাভাস বাস্তবে রূপ নিল।

২০২৩ সালে অনুষ্ঠিত বিয়ন্সের ‘রেনেসাঁ ওয়ার্ল্ড ট্যুর’ থেকে আয় হয় প্রায় ৬০ কোটি ডলার। এই ট্যুর তাঁকে বিশ্বের শীর্ষ পপ তারকাদের কাতারে আরও শক্তভাবে প্রতিষ্ঠিত করে। এ ছাড়া ওই ট্যুর ঘিরে নির্মিত কনসার্ট চলচ্চিত্র থেকেও তিনি আয় করেন প্রায় ৪ কোটি ৪০ লাখ ডলার।

সব মিলিয়ে সংগীত, কনসার্ট, চলচ্চিত্র এবং অন্যান্য বিনিয়োগ থেকে অর্জিত সম্পদ বিয়ন্সেকে নিয়ে গেছে বিশ্বের বিলিয়নারদের কাতারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here