প্রথমবারের মতো বড় পর্দায় সাদনিমা

0
প্রথমবারের মতো বড় পর্দায় সাদনিমা

প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করতে দেখা যাবে ছোট পর্দার অভিনেত্রী সাদনিমা বিনতে নোমানকে। চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গে দেখা যাবে তাকে। প্রযোজনা প্রতিষ্ঠানের ঘনিষ্ঠ সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, ‌‘রাক্ষস’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সাদনিমাকে। বর্তমানে পুরোদমে চলছে এই সিনেমার দৃশ্যধারণের কাজ। চলতি মাসের শুরুতেই শ্রীলঙ্কায় পাড়ি জমিয়েছে সিনেমাটির শুটিং ইউনিট। কিছুদিন আগেই শ্রীলঙ্কায় নিজের অংশের শুটিং শেষ করে দেশে ফিরেছেন সাদনিমা। তবে বিষয়টি নিয়ে পরিচালক বা তার টিম এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

প্রযোজনা প্রতিষ্ঠানের ঘনিষ্ঠ সূত্রে আরও জানা গেছে, শ্রীলঙ্কায় ড্রামা অংশের দৃশ্যধারণের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিংও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি কিছু দৃশ্যের শুটিং শেষে আগামী ৩০ জানুয়ারি পুরো টিমের দেশে ফেরার কথা রয়েছে।

রোমান্টিক-অ্যাকশন ঘরানার এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘রাক্ষস’। ছবিটি পরিচালনা করছেন ‘বরবাদ’ খ্যাত নির্মাতা মেহেদি হাসান হৃদয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here