প্রথমবারের মতো প্রকাশ্যে টাইটানিকের ধ্বংসাবশেষের পূর্ণাঙ্গ ছবি

0

প্রথমবারের মতো শত বছর আগে ডুবে যাওয়া প্রমোদতরী টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের প্রথম ডিজিটাল স্ক্যান ছবি প্রকাশ করা হয়েছে। 

ফলে সাগরের সাড়ে ১২ হাজার ফুট গভীরে পড়ে থাকা জাহাজটিকে ভিন্ন রূপে দেখছে মানুষ। যা আগে কখনো দেখেনি কেউ। 

১৯৮৫ সালে জাহাজটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। কিন্তু সাগরের তলদেশে গভীর অন্ধকারে ক্ষয়িষ্ণু জাহাজটির কিছু স্ন্যাপশটই কেবল দেখা গেছে ক্যামেরায় তোলা ছবিতে। পুরো জাহাজটি এর আগে কখনোই একবারে দেখা যায়নি।

ম্যাগেলান লিমিটেড নামের একটি গভীর-সমুদ্র ম্যাপিং কোম্পানি এবং আটলান্টিক প্রোডাকশন কোম্পানি মিলে ২০২২ সালে ধ্বংসাবশেষের এই স্ক্যান ছবি তৈরি করেছে। টাইটানিকের দৈর্ঘ্য-প্রস্থ জরিপ করতে ডুবোজাহাজে বিশেষজ্ঞ দলের ২০০ ঘণ্টার বেশি সময় লেগেছে। প্রত্যেক কোণ থেকে ৭ লাখের বেশি ছবি নেওয়ার পর একটি পূর্ণাঙ্গ থ্রিডি ভিউ তৈরি করা হয়েছে। 

 

সূত্র: বিবিসি

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here