প্রত্যাশার চাপ সরিয়ে বিশ্বকাপে ভালো করতে চান রোহিত

0

সবশেষ বিশ্বকাপ ব্যাট হাতে কী দুর্দান্তই না কেটেছিল রোহিত শর্মার। উপহার দিয়েছিলেন দারুণ সব ইনিংস। হয়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। এবার দায়িত্ব আরেকটু বেশি, স্বাগতিক ভারতের অধিনায়ক তিনি। তবে তুমুল চাপ সরিয়ে রেখে বিস্ফোরক এই ওপেনারের ভাবনা, চার বছর আগে ইংল্যান্ড আসরের অসাধারণ সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তি নিয়ে।

২০১৯ বিশ্বকাপে রোহিত ৯ ম্যাচে ৬৪৮ রান করেছিলেন ৮১ গড় ও ৯৮.৩৩ স্ট্রাইক রেটে। সেঞ্চুরি করেছিলেন পাঁচটি। সেই একই মানসিকতায় এবারের বিশ্বকাপে সাফল্যের আশায় ওয়ানডেতে তিনটি দ্বিশতকের রেকর্ডধারী ৩৬ বছর বয়সী ওপেনার। আগামী অক্টোবরে ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসর। এর আগে এশিয়া কাপে নিজেদের গুছিয়ে নেওয়ার একটা সুযোগ পাচ্ছেন রোহিতরা। স্বদেশের সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ভারত অধিনায়ক বলেন, তার মনোযোগ নিজেদের ঝালিয়ে নেওয়ার দিকেই।

নিজেকে নিয়ে ভাবার পাশাপাশি দল নিয়েও ভাবতে হবে রোহিতকে। বিশ্ব মঞ্চে যে ভারতের সাফল্য নেই এক দশক ধরে। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর গত ১০ বছরে আর কোনো আইসিসি ট্রফি জিততে পারেনি ভারত। ওয়ানডেতে নিজেদের দুটি বিশ্বকাপ ট্রফির সবশেষটি তারা জিতেছিল ২০১১ সালে ঘরের মাঠে। পরের দুই আসরে তারা বিদায় নেয় সেমি-ফাইনাল থেকে। এবার ভারতীয় সমর্থকদের আশা একটু বেশিই। একে দেশের মাটিতে খেলা। আরেক দিকে অধিনায়ক হিসেবে রোহিতের সাফল্য। আইপিএল ইতিহাসের সফলতম অধিনায়ক তিনি। তার নেতৃত্বে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

তবে ভারতের অধিনায়ক হিসেবে ২০১৮ এশিয়া কাপ জয় ছাড়া আর কোনো সাফল্য তার নেই। জাতীয় দলের অধিনায়ক হিসেবে কী ছাপ রেখে যেতে চান রোহিত? তিনি বলেন, এ নিয়ে ভাবার মানুষ আমি নই। মানুষই সেটার বিচার করবে, আমার বলার বিষয় নয় এটি। আমি সংখ্যায় বিশ্বাস করি না। সামনের সময়টা উপভোগ করা উচিত এবং অতীত বা ভবিষ্যৎ নিয়ে না ভেবে বর্তমানে বাঁচার চেষ্টা করা উচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here